পর্দায় ফিরছে বিক্রম ঐন্দ্রিলার জুটি। এক সময়ে ছোটপর্দায় বিরাট জনাপ্রিয়তা অর্জন করেছিল বিক্রম এবং ঐন্দ্রিলার প্রথম ধারাবাহিক ‘সাত পাকে বাঁধা’।এরপর কিছুদিন পর্দা থেকে বিরতি নেওয়ার পর তাঁদের আরও একটি ধারাবাহিক ‘ফাগুন বউ’ মন জিতে নিয়েছিল দর্শকদের। এরপর দুজনেই তারা মন দেন বড় পর্দার কাজে। ফের এবার পর্দায় ফিরছে এই জনপ্রিয় জুটি।
Jawan: 'জওয়ান-এ কি অরিজিৎ সিং-এর গান থাকছে', জবাবে রসিকতা করে শাহরুখ খান কী বললেন জানেন?
ওয়েব সিরিজ না সিনেমা কোথায় ফের দেখা যাবে তাঁদের? আসলে বিষয়টা হল ষ্টার জলসায় সম্প্রচারিত হচ্ছে বহু বছরের পুরনো হিট ধারাবাহিকগুলি। ইতিমধ্যেই সম্প্রচার শুরু হয়েছে যশ দাসগুপ্ত ও মধুমিতা সরকারের ‘বোঝে না সে বোঝে না’ , সোলাঙ্কি বিক্রমের ‘ইচ্ছেনদী’। এবার বিক্রম ঐন্দ্রিলার ‘ফাগুন বৌ’-ও ফের দেখানো হবে ষ্টার জলসায়।