বিগত কয়েক সপ্তাহ ধরে বাংলা ধারাবাহিকে (Bengali Tele Serial) টিআরপি (TRP) তালিকায় শীর্ষে ছিল 'মিঠাই' (Mithai) । কিন্তু, চলতি সপ্তাহের রেটিং চার্টে জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিককে বেশ কিছুটা পিছনে ফেলে দিয়েছে স্টার জলসার (Star Jalsha) তিনটি ধারাবাহিক । ১০.১ পেয়ে বাংলার সেরা ধারাবাহিক এখন 'গাঁটছড়া' (Gantchora) ।
দ্বিতীয় স্থানে ‘মন ফাগুন’(Mon Fagun), ‘ধুলোকণা’ (Dhulokana) । প্রাপ্ত নম্বর ৯.৮ । অন্যদিকে, ৯.৫ নিয়ে তৃতীয় স্থানে ‘আলতা ফড়িং’। প্রথম স্থান থেকে একেবার চতুর্থ স্থানে নেমে এসেছে ‘মিঠাই’ । তার প্রাপ্ত নম্বর ৯.৩। পঞ্চম স্থানে ‘আয় তবে সহচরী’। প্রাপ্ত নম্বর ৯.১ ।
আরও পড়ুন, Hoichoi: ভুতুড়ে গল্প নিয়ে সোহিনী সরকারের গা ছমছমে ওয়েব সিরিজ! খুব শিগগির মুক্তি পাচ্ছে রক্তবিলাপ
সিংহ রায় পরিবারের বড় ছেলে ঋদ্ধিমানের সঙ্গে বিয়ে হয়েছে মধ্যবিত্ত পরিবারের মেয়ে খড়ির । তার দিদি দ্যুতির সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল ঋদ্ধিমানের । কিন্তু, শেষপর্যন্ত দ্যুতি বিয়ের মন্ডপ থেকে দ্যুতি পালিয়ে যায় । বাধ্য হয়ে ঋদ্ধিমানকে বিয়ে করে খড়ি । ওদিকে, অপমানের বদলা নিতে চায় ঋদ্ধিমানও । সব মিলিয়ে রীতিমতো জমে উঠেছে ধারাবাহিকটি । গৌরব চট্টোপাধ্যায়, শোলাঙ্কি রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, শ্রীমা ভট্টাচার্য সহ একাধিক তারকা এই ধারাবাহিকে অভিনয় করছেন ।