মন ভাল নেই অভিনেত্রী তৃণা সাহার। কারণ গুঞ্জনকে সত্যি করেই বন্ধ হতে চলেছে 'বালিঝড়' সিরিয়াল। মাত্র দু'মাসের মাথাতেই বন্ধ হতে চলেছে লীনা গঙ্গোপাধ্যায়ের এই হিট চিত্রনাট্যের কাজ। ইন্সটাগ্রামে শেষবেলার শুটিংয়ের ছবি শেয়ার করে কিছুটা মনমরা তৃণার মন্তব্য, ওঠাপড়ার নামই তো জীবন।
‘খড়কুটো’ সিরিয়ালের হিট জুটি তৃণা সাহা-কৌশিক রায়কে নিয়ে গল্প ছকেছিলেন লীনা। সঙ্গী হন ইন্দ্রাশীষ রায়ও। কিন্তু তবুও দর্শকমনে আসন পেতে ব্যর্থ 'বালিঝড়'। বেশ কিছুদিনের টিআরপি লিস্টে সেই প্রতিচ্ছবি ধরা পড়ে। তারপরই গুঞ্জন ওঠে, ‘বৌমা একঘর’-‘উমা’র পর কি এবার 'বালিঝড়'-এর পালা? শুক্রবার নিজের ইন্সটাগ্রাম পোস্টেই সেই জল্পনায় শীলমোহর দিলেন স্বয়ং তৃণা।
উল্লেখ্য, রবিবারই সম্প্রচারিত হবে ‘বালিঝড়’-এর শেষ পর্ব। যদিও বর্তমানে কাজে ঢুবে আছেন অভিনেত্রী। অরিন্দম শীলের নতুন ছবি ‘ইস্কাবনের বিবি’-র শুটিংয়ে ব্যস্ত তৃণা।