স্বামীর সঙ্গে আইনি বিচ্ছেদ আগেই হয়ে গিয়েছে অভিনেত্রী তিয়াসা লেপচার। স্বামীর সুবাদেই টলিপাড়ায় এলেও, নিজের অভিনয় সকলের মন জয় করে নিয়েছেন তিনি। বর্তমানে 'বাংলা মিডিয়াম' ধারাবাহিকে ইন্দিরার চরিত্রে চুটিয়ে অভিনয় করছেন। অভিনয় ছাড়াও ব্যক্তিগত জীবনে কী করছেন তিয়াসা? নতুন কাউকে মন দিয়ে বসলেন?
এনিয়ে সম্প্রতি এক সংবাদমাধ্যমকে তিয়াসা জানিয়েছেন, বিচ্ছেদের পর তিনি এখন শুধুই কাজে মন দিতে চান। প্রেম নিয়ে ভাবার কোনও সময় নেই তাঁর। সম্প্রতি তাঁকে রাজনৈতিক মিছিলে হাঁটতে দেখা গিয়েছে। সেই নিয়ে প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, মিছিলে দেখা গেলেও রাজনীতি নয়, অভিনয়েই মন দিতে চান তিনি। তবে, অভিনেত্রী নতুন বন্ধুত্ব প্রসঙ্গে জানিয়েছেন, ক্যামেরার সামনে সুহানা এবং ইন্দিরার সাপে-নেউলে সম্পর্ক হলেও, বাস্তবে সম্পূর্ণা লাহিড়ি এবং তিয়াসা হয়ে উঠেছেন ভাল বন্ধু।
অভিনেত্রীর আইনি বিচ্ছেদের পর থেকেই গুঞ্জন উঠেছিল 'কৃষ্ণকলি' ধারাবাহিকে অভিনয়ের সুবাদে টেলি অভিনেতা নীলের সঙ্গে বিশেষ বন্ধুত্ব গড়ে উঠেছে অভিনেত্রী তিয়াসা রায়ের। তবে, তা নিয়ে কোনও মন্তব্য করেননি দু'জনের কেউই।