দুর্গাপুজো মানে কিন্তু পেটপুজো । আর এবারের পুজোয় পেট পুজো করতে গেলে আসতে হবে 'বৌদি ক্যান্টিন'-এ (Boudi Canteen) । প্রত্যেককে নিমন্ত্রণ জানিয়েছেন টলিপাড়ার নতুন বউদি শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) । সেই সঙ্গে ক্যান্টিনের মালিক পৌলোমীর সঙ্গেও আলাপ করিয়ে দিলেন অভিনেত্রী । মুক্তি পেল 'বৌদি ক্যান্টিন'-এর টিজার (Boudi Canteen Teaser Out) ।
টিজারে উঠে এসেছে এক ছাপোষা মধ্যবিত্ত পরিবারের মেয়ের স্বপ্নপূরণের গল্প । পেশায় শিক্ষিকা পৌলোমী । রান্না করতে ভীষণ ভালবাসেন । তাঁর হাতের জাদুতে মজে পরিবার থেকে শুরু করে তাঁর স্বামীর অফিসের সহকর্মীরা । এরপর নিজের ইচ্ছেকেই পেশা বানাতে ক্যান্টিন খোলেন পৌলোমী বৌদি । কীভাবে রান্নার মাধ্যমে একজন গৃহবধূ নিজের পরিচয় তৈরি করতে পারেন, সেই গল্পই বলবে বৌদি ক্যান্টিন । তবে এই গল্পের আড়ালে থাকবে স্বামী-স্ত্রী'র মান অভিমানের কাহিনি । একটি মেয়ের নিজের পরিচয় তৈরি করার সংগ্রাম ।
আরও পড়ুন, Kolkata Derby 2022 : সোহম, জয়জিৎ থেকে মনোময়, ডার্বি জ্বরে কাঁপছে তারকারা
পৌলোমীর চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় । তাঁর স্বামীর চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায় । বিশেষ চরিত্রে থাকছেন সোহম চক্রবর্তী । বৌদি ক্যান্টিন ছবির গল্প কলকাতার মেয়ে, শেফ আসমা খানকে নিয়ে । তাঁর জীবনের গল্পই এই সিনেমার অনুপ্রেরণা । তিনি এখন লন্ডনের একাধিক রেস্তোরাঁর মালিক । সেই চরিত্রের অনুপ্রেরণাতেই তৈরি হচ্ছে 'বৌদি ক্যান্টিন'।