হ্যালোউইন উপলক্ষে মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) কাছে ভ্যাম্পায়ার সাজতে বসেছিল ছোট্ট উইভান (Yuvan)। কিন্তু সাজার পর কেমন লাগছে তাকে? তা দেখতে এক্কেবারে নারাজ সে। কারণ নিজেকে দেখলেই সে ভয় পেয়ে যাচ্ছে। আর সেই মজাদার কথোপকথনের ভিডিয়ো নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন শুভশ্রী।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, শুভশ্রী সাজিয়ে দিচ্ছেন ইউভানকে। মোটা ভুরু, গাল দুটি লাল, চোখের নীচে লাল আইশ্যাডো। এত্ত সাজার পরেও আবার ইউভানকে মেকআপের ডিরেকশনও দিতে শোনা গেল এই ভিডিয়োতে।
আরও পড়ুন - সবকিছু তোমার জন্য...সোহিনীকে জড়িয়ে ছবি শোভনের, পরক্ষণেই মুছলেন পোস্ট
ছেলেকে সাজাতে বেশ মজা পেয়েছেন শুভশ্রীও। তাঁকে বলতে শোনা গেল, 'তুমি নিজেকে দেখে ভয় পাবে না তো?' মেকআপের পর একটা কালো টি শার্ট পরে ইউভান ভয়ও দেখায় ক্যামেরার সামনে। সেই মজার ভিডিয়ো ইতিমধ্যেই মন কেড়েছে নেটিজনদের।