রাজ-শুভশ্রীর পরিবারে নতুন অতিথি আসতে আর দিন কয়েক বাকি। এর মধ্যেও শুটিং সারলেন হবু মা। দ্বিতীয়বারের জন্য মা হচ্ছেন শুভশ্রী। ইতিমধ্যে ৯ মাসের সাধও খেয়েছেন তিনি ।
ডিসেম্বরেই নতুন অতিথি আসতে চলেছে । তবে, তার জন্য কাজ বন্ধ করতে নারাজ শুভশ্রী । আর সেই কারণেই দ্বিতীয় সন্তান আসার কিছুদিন আগেও শুটিং ফ্লোরে দেখা গেল অভিনেত্রীকে।
আরও পড়ুন - ময়ূরীর নতুন চালে ফাঁদে নীল, বাঁচাতে পারবে মেঘ ? ইচ্ছে পুতুল-এর নয়া প্রোমো প্রকাশ্যে
ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী । যেখানে দেখা যাচ্ছে শুটিংয়ের আগে মেকআপ করতে ব্যস্ত রাজের ঘরণী । ক্যাপশনে লিখেছেন, 'হঠাৎ করেই শুট, সন্তান আসার আগে '।
দ্বিতীয় সন্তান আসার খবর দেওয়ার পরপর নিজেকে অনেক ছবি থেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। এমনকি ব্লকবাস্টার দশম অবতার থেকেও সরে এসেছেন তিনি। তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের সিরিজ 'ইন্দুবালার ভাতের হোটেলে'-এ।