মেয়ে ইয়ালিনির জন্মের পর এবার শুটিং ফ্লোরে ফিরছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, নতুন বছরের শুরুতেই তাঁর নতুন ওয়েব সিরিজের শুটিং শুরু হবে।
টলিপাড়ায় গুঞ্জন রাজ চক্রবর্তীর পরিচালনায় এক নতুন সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই ওয়েব সিরিজে শুভশ্রীর বিপরীতে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে।
জানা গিয়েছে, বুদ্ধদেব গুহ'র জনপ্রিয় উপন্যাস 'বাবলি' অবলম্বনে রাজ চক্রবর্তীর নতুন সিরিজ আসতে চলেছে। এই সিরিজেই শুভশ্রী রোমান্স করবেন টলিপাড়ার হার্টথ্রব আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে। সিরিজটি মুক্তি পাবে জি ফাইভে।
আরও পড়ুন - প্রেমের গুঞ্জনের মাঝেই বিমানবন্দরে ক্যামেরাবন্দি সুহানা, অগস্ত্য ! নিউইয়ারে কোথায় চললেন?
এর আগে পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের একটি ছবিতে শুভশ্রী এবং আবির চট্টোপাধ্যায়ের একসঙ্গে কাজ করার কথা ছিল। কিন্তু পরে শুভশ্রী প্রজেক্ট থেকে সরে যান। অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান।