গত বছর থেকেই সময়টা খারাপ যাচ্ছিল সঞ্চালক তথা রন্ধন শিল্পী সুদীপা চট্টোপাধ্যায়ের। এবার বছরের শুরুতেই প্রিয়জন হারা হলেন সুদীপা। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সুদীপার মা দীপালি মুখোপাধ্যায়। শনিবার রাতে কলকাতায় নিজ বাসভবনেই প্রয়াত হন দীপালি দেবী। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
Ram Mandir inauguration: প্রেক্ষাগৃহ থেকেই দেখা যাবে রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠান,কত টাকা খরচ?
গত বছর মে মাসে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সঞ্চালিকার মা, দীর্ঘ দিন ছিলেন ভেন্টিলেশনে। মা কে হারিয়ে শোকার্ত সুদীপা। মায়ের ছবি শেয়ার করে তিনি লিখছেন, “যদি থাকি কাছাকাছি- দেখিতে না পাও, ছায়ার মতন,আছি না আছি…” অভিনেত্রীকে সমবেদনা জানিয়েছেন সহকর্মীরা।