২৬ এপ্রিল ‘রান্নাঘরের রানি’ সুদীপা চট্টোপাধ্যায়ের জন্মদিন। কিন্তু এই বছরকারের দিনেও মোটেই মন ভাল নেই তাঁর। মাটি হয়ে গিয়েছে জন্মদিনের সমস্ত আনন্দ। জন্মদিনের উপহার দিতে সুদীপাকে নিয়ে শাড়ির দোকানে নিয়ে গিয়েছিলেন তাঁর স্বামী অগ্নি। কিনে দিয়েছেন একটি ফ্লোরাল প্রিন্টের শাড়িও। কিন্তু জন্মদিনে আর স্বামীর উপহারে সাজা হল না সুদীপার। আসলে শাড়ি কিনতে গিয়েই দোকানের সিঁড়ি থেকে পড়ে যান সুদীপা। দুই হাঁটু ফুলে ঢোল তাঁর, তাই মন খারাপেই কাটছে জন্মদিন।
এদিকে মায়ের জন্মদিনে বেজায় খুশি ছোট্ট আদিদেব। সারাদিন স্কুল, পড়া সব বন্ধ রেখেছে সে। যেন তারই জন্মদিন। বিশেষ দিনে পরিবারের সঙ্গে তাজ বেঙ্গলে লাঞ্চে যাওয়ার প্ল্যান রয়েছে সুদীপার। এছাড়া রাতে ঘরোয়াভাবেই ভাল মন্দ রান্নাবান্না হবে বলে জানিয়েছেন বার্থডে গার্ল।