বলিউডে জোর গুঞ্জন শাহরুখ কন্যে এবং অমিতাভের নাতি নাকি একে অপরের প্রেমে কার্যত হাবুডুবু খাচ্ছেন। এই আবহেই, সুহানা খান এবং অগস্ত্য নন্দাকে বৃহস্পতিবার সকালে একই সময়ে মুম্বাইয়ের কালিনা বিমানবন্দরে দেখা গিয়েছে। তাহলে কি নতুন বছরটা একসঙ্গে কাটাতেই দূরে কোথাও উড়ে গেলেন দুজনে?
অগস্ত্যের সঙ্গে তাঁর বোন নভ্যা নাভেলি নন্দাও ছিলেন। এদিকে নভ্যা এবং সুহানা সেই ছোট বেলা থেকেই বন্ধু। কালো টপে একেবারে ট্রাভেল লুকে ছিলেন সুহানা। অগস্ত্য এবং নভ্যা পরেছিলেন সাদা পোশাক।
Kar Kache Koi Moner Kotha : ডিভোর্স শিমূলের ! কিন্তু তারপরেও ফিরল শ্বশুরবাড়িতেই, কেন ?
শাহরুখ কন্যের সঙ্গে অমিতাভ বচ্চনের নাতির সম্পর্ক নিয়ে মাঝে মধ্যেই কানাঘুঁষো শোনা যায়। কিন্তু মুখে দুজনের কেউই কিছু স্বীকার করতে নারাজ। জোয়া আখতারের বহুল প্রতীক্ষিত ছবি ‘দ্য আর্চিসের’ মধ্যে দিয়েই বিনোদন জগতে পা রেখেছেন এই জুটি। এই ছবিকে অনেকেই ‘নতুন প্রজন্মের অভিষেক’ হিসেবেও ধরছেন। শ্রীদেবী কন্যা খুশি কাপুরও এই ছবি দিয়েই পা রাখেন বলিউডে। ছবিতে সকলের অভিনয়ই বেজায় প্রশংসা পেয়েছে।