ধারাবাহিকের বয়স তিন-চার মাস হলেও এখনও সেভাবে টিআরপিতে প্রভাব ফেলতে পারেনি জি বাংলার (Zee Bangla) 'তোমার খোলা হাওয়া' (Toamar Khola Haoa)। এরই মধ্যে স্লট বদল হল ধারাবাহিকের (Tele Serial) । রাত সাড়ে ৯টা থেকে একেবারে দুপুরের স্লটে পাঠিয়ে দেওয়া হয়েছে ধারাবাহিককে । সেই জায়গায় দেখা যাবে জি বাংলার নতুন মেগা ‘মুকুট’ । এখবর প্রকাশ্যে আসার পর থেকেই গুঞ্জন ছড়ায়, ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন কনিষ্ঠ শাশুড়ি মা ঝিলমিল ওরফে স্বস্তিকা দত্ত (Swastika Dutta) । এবার এই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ।
স্লট পরিবর্তনের জন্য সত্যিই কি ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন স্বস্তিকা ? হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, এমন কিছুই ঘটছে না । তিনি জানিয়েছেন, তিনি একজন শিল্পী, তাঁর কাজ অভিনয় করা । ধারাবাহিকের টিআরপি, স্লট পরিবর্তন নিয়ে ভাবার জন্য বড়রা আছেন । দর্শকদের তাঁর অনুরোধ,যতক্ষণ না পর্যন্ত তিনি কোনওরকম বিবৃতি দিচ্ছেন, ততক্ষণ গুজবে যেন কেউ কান না দেন ।
আরও পড়ুন, Dostojee : আমেরিকার বিখ্যাত টাইমস স্কোয়্যারে 'দোস্তজি'-র পোস্টার, আবেগে ভাসলেন প্রসূন
অভিনেত্রী আরও বলেন, 'আমার প্রোজেক্ট দুপুর ৩টের সময় যাক বা রাত ৩টের সময় যাক কিংবা রাত ৯.৩০টার সময় যাক সেসব দেখে আমার লাভ নেই । আমি শিল্পী, আমার কাজ টিমের সঙ্গে ভালভাবে কাজ করার, সেটা আমি করছি। সত্য়ি বলতে আমি খুব খুশি যে জি বাংলা নতুন একটা স্লট নিয়ে আসছে নতুন দুপুর, সেই স্লটের প্রথম সিরিয়াল তোমার খোলা হওয়া'।উল্লেখ্য, সম্প্রতি, জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ডে সেরা শাশুড়িমার পুরস্কার জিতে নিয়েছেন স্বস্তিকা দত্ত ।