বাংলা ছবির পাশে দাঁড়ানোর অনুরোধ বারবার করে আসছেন টলিউড (Tollywood) তারকারা । কিন্তু, এই অনুরোধ করে কি আদৌ কোনও লাভ আছে ? শুক্রবার ফেসবুকে একটি পোস্টে সেরকমই প্রশ্ন তুলে দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) । সেইসঙ্গে ‘বড়’ হাউজের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিলেন অভিনেত্রী ।
সম্প্রতি, স্বস্তিকা অভিনীত 'শ্রীমতি' (Shrimati) মুক্তি পেয়েছে । কিন্তু,হলে জায়গা পাচ্ছে না এই সিনেমা । স্বস্তিকার অভিযোগ, তাঁর সিনেমা হল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে (Swastika Mukherjee's Allegation against SVF) । প্রথমদিকে হাতে গোনা কিছু হলে জায়গা পেয়েছিল ওই ছবি । দ্বিতীয় সপ্তাহে হলের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে । এমনকী, ভাল শো-টাইমও পাচ্ছে না এই ছবি । স্বস্তিকা (Swastika's Facebook Post) লেখেন, "বাংলা ছবি দেখুন... বাংলা ছবি সাপোর্ট করুন... এসব আকছার শুনতে পাওয়া যায় । কিন্তু, কে কী করবে? ডিস্ট্রিবিউটার যে ছবি চালাতে চাইবে সেই ছবিই চলবে । নতুন প্রোডিউসার হলে তাঁকে কোনওরকম জায়গা দেওয়া হবে না । উঠতি ডিরেক্টর হলে তাঁকে পাত্তা দেওয়ার দরকার নেই । আর নারীকেন্দ্রিক ছবি হলে তো প্রথম থেকেই বাদ এর খাতায়।"
আরও পড়ুন, Ankita Lokhande Pregnancy : মা হচ্ছেন অঙ্কিতা লোখান্ডে ? সুখবরের ইঙ্গিত দিলেন রাখি সওয়ান্ত
এরপরই সরাসরি ইন্ডাস্ট্রির বড় প্রযোজনা সংস্থা এসভিএফ-এর দিকে আঙুল তুলেছেন অভিনেত্রী । স্বস্তিকা জানান, তাঁদের ছবির ডিস্ট্রিবিউটার এসভিএফ । তাঁর কথায়, "শুক্রবার তাদের নিজেদের প্রযোজিত ছবি হলে আসতেই সব ভাল শো সেই সিনেমাকে পাইয়ে দেওয়া হল। এটাই হয়ে এসেছে, এটাই হবে।" উল্লেখ্য, শুক্রবারই মুক্তি পেয়েছে এসভিএফ-এর 'কুলের আচার' সিনেমাটি ।
স্বস্তিকা দর্শকদের উদ্দেশে লেখেন, "আপনারা অফিস কামাই করে বা মা-মাসি-দিদারা সব কাজ ফেলে রেখে দুপুরবেলা শ্রীমতী দেখতে যাবেন না । পরের সপ্তাহে এমনিতেও উঠিয়ে দেবে । ব্যাস, বাংলা ছবিকে এইভাবেই বাংলা ছবির ডিস্ট্রিবিউটাররা সাপোর্ট করবে ।" সবশেষে দর্শকদের কাছ থেকে আরও ভাল কাজ করার ও এভাবে যুদ্ধ চালিয়ে নিয়ে যাওয়ার আশীর্বাদ চেয়েছেন স্বস্তিকা ।