টলিউডে তাঁকে সকলে চেনে ঠোঁট কাটা অভিনেত্রী হিসেবেই। কথা হচ্ছে, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে নিয়ে। টলিউডের পাশাপাশি বলিউডের সিনেমা ওয়েবসিরিজেও চুটিয়ে কাজ করছেন তিনি। আজকাল বাংলা ছবিতে তাঁকে কম দেখা যায়, কারণ একটাই চরিত্র এবং চিত্রনাট্য পছন্দ না হলে স্বস্তিকাকে রাজি করানো কঠিন। এখন খুবই বেছে বেছে কাজ করছেন অভিনেত্রী। এবার শোনা যাচ্ছে বাংলাদেশের ছবিতে কাজ করতে চলেছেন স্বস্তিকা।
Weather Update: সপ্তাহান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, তবে আদ্রতা জনিত অস্বস্তি থাকবে
ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনা কি না, তা এখনও সঠিক ভাবে জানা যায়নি। তবে এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যেতে পারে বাংলাদেশের প্রতিভাবান অভিনেতা চঞ্চল চৌধুরীকে। সব ঠিক থাকলে, পুজোর পরেই শুরু হওয়ার কথা ছবির শ্যুটিং।