তিনি বরাবরই ঠোঁটকাটা। তিনি যাই পরেন কার্যত সেখান থেকেই শুরু হয় ট্রেন্ড। ছক ভাঙা নানা সাজে সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই ছবি পোস্ট করে থাকেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। সম্প্রতি, সবুজ পোশাকের সঙ্গে সবুজ লিপস্টিক পরে একটি ফাঙ্কি লুক শেয়ার করেছিলেন স্বস্তিকা। মুম্বইয়ের রাস্তায় অটোতে চড়েই ঘুরে বেড়িয়েছেন তিনি।
Mr. Kolketa: 'এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা', মিস্টার কলকেতা ঋত্বিক, আসছে নতুন সিরিজ
কিন্তু এই লুক দেখেই তাঁর দিকে ধেয়ে আসে একের পর এক কটাক্ষ। কিন্তু অভিনেত্রী এসব গায়ে মাখার মানুষ নন। বরং প্রতিটা কটুক্তির কড়া জবাব দিয়েছেন তিনি। এক নেটিজেন স্বস্তিকাকে প্রশ্ন করেন এই লিপস্টিক কেন? অভিনেত্রীর সপাট উত্তর , ‘কেন নয়? আর সেটার সিদ্ধান্তই বা কে নেবে? আমি নিশ্চয়ই’ , আরও এক ফেসবুক ব্যবহারকারী লেখেন , ‘ভয় পেয়ে গেছিলাম’ তাতেও মাথা ঠান্ডা রেখেই উত্তর দিয়েছেন অভিনেত্রী। লিখেছেন ‘মাঝেমধ্যে ভয় পাওয়া ভাল’