সুইট সিক্সটিন নায়িকা হোক কিংবা ৩৫ বছরের মা...যে কোনও চরিত্রেই সাবলীল স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) । তবে, জানেন কি মায়ের চরিত্রে অভিনয় করতে সবথেকে বেশি সহজবোধ করেন স্বস্তিকা । সংমবাদমাধ্যমকে সেরকমই জানিয়েছেন অভিনেত্রী ।
'ক্রিমিনাল জাস্টিস’ (Criminal Justice) ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে অন্যতম আকর্ষণ এবার স্বস্তিকা । এখানে দুই ছেলেমেয়ের মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি । এই চরিত্র নিয়ে বলতে গিয়ে স্বস্তিকা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ফের মায়ের চরিত্রে অভিনয় করছেন । বিষয়টা তাঁর কাছে খুব সহজ । স্বস্তিকার কথায়, তাঁর মধ্যে মায়ের সত্তা আগে থেকেই রয়েছে । তিনি ব্যক্তিজীবনে নিজেও একজন মা । অভিনেত্রী বলেন, "আমার যেটা দরকার, সেটা হল একটা দারুণ চিত্রনাট্য । এই গল্পে দুটি বাচ্চাই সমস্যার মধ্যে রয়েছে। তাঁরা ভেঙে যাওয়া পরিবার থেকে আসে । ওদের সন্তান ভেবেই অভিনয় করেছি ।" এর আগেও বাংলা ও হিন্দি মিলিয়ে একাধিক সিনেমায় তাঁকে মায়ের চরিত্রে দেখা গিয়েছে ।
আরও পড়ুন, Allu Arjun : 'পুষ্পা'-র সিগনেচার পোজে নিউইয়র্কের মেয়র ! অল্লু অর্জুনের সঙ্গে বললেন, 'ঝুকেগা নেহি '
উল্লেখ্য, ‘ক্রিমিনাল জাস্টিস’ ওয়েব সিরিজের পার্ট টু-এর নাম ‘অধুরা সচ’। স্বস্তিকা ছাড়াও এখানে অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠি । ২৬ অগাস্ট থেকে হটস্টারে দেখা যাবে এই সিরিজ ।