বেশ কয়েক বছর পার, বাবাহারা আদরের 'ভেবলি', এখনও যেন এই কঠিন সত্য মেনে নিতে পারেন না অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। বিশেষ দিনগুলিতে বাবার জন্য মনটা যেন হুহু করে ওঠে তাঁর। ২০২০ সালের ১১ মার্চ প্রয়াত হন অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। তারপর থেকেই কার্যত শূন্য হয়ে গিয়েছেন স্বস্তিকা। আজ তাঁর বাবার জন্মদিন। বাবার কোলে বসে ছোট্ট বেলার ছবি শেয়ার করে, লম্বা পোস্টে স্বস্তিকা লিখলেন, 'যেখানেই থাকো পরের জন্মে আমার বাবা হয়েই এসো কিন্তু'।
তিনি আরও লিখছেন,’ তোমার কথা রোজ মনে পরে, অবশ্য পরার কিছু নেই তুমি আমার মনেই থাকো সর্বক্ষণ। তোমার ফেলে যাওয়া আসবাবপত্র, তোমার চশমা, বই পত্তর, জামাকাপড় সব যেমন ছিল তেমনি আছে। গুছিয়ে রেখেছি। খালি মনে হয় কখনও যদি ফিরে আসো আর কিছু খুঁজে না পাও, যদি ভাবো তোমায় ভুলে গেছি, তোমার কোনো চিহ্ন নেই আর, ওই ভয়ে সব যত্ন করে আগলে রাখি।
আগে মরে যাওয়ার কথা ভাবলে ভয় হত, এখন আর হয়না, ভাবি মরে গেলে আবার তোমাকে আর মা কে দেখতে পাব….. কত ঘ্যানঘ্যান জমে আছে, তাড়াতাড়ি দেখা করো। তোমার গায়ে পরে থাকব, অনেক গল্প করব। এক হাজার কথা জমে আছে।’