কয়েকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল টলিপাড়ায়। সেই গুঞ্জনেই শিলমোহর পড়ল। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, ফের ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। ফের তাঁকে জি বাংলার পর্দায় দেখা যাবে। শ্বেতার বিপরীতে দেখা যাবে স্টার জলসার হিরো রণজয় বিষ্ণুকে।
ইতিমধ্যেই এই ধারাবাহিকের প্রমো শ্যুট হয়ে গিয়েছে। গল্পে এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের সমস্যা দেখানো হবে। ওই চরিত্রেই অভিনয় করবেন শ্বেতা। তাঁর বিপরীতে এক ধনী পরিবারের ছেলের চরিত্রে অভিনয় করবেন রণজয় বিষ্ণু। ডিসেম্বর এই ধারাবাহিকের শুটিং শুরু হবে।
আরও পড়ুন - অপেক্ষা আর দিন কয়েকের, এর মধ্যেও শুটিং ফ্লোরে শুভশ্রী
'সিঁদুর খেলা', 'জরোয়ার ঝুমকো', 'যমুনা ঢাকি'র মতো জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শ্বেতা। শেষ তাঁকে দেখা গিয়েছে সোহাগ জল ধারাবাহিকে। গত জুলাই মাসে শেষ হয় সম্প্রচার। এর মধ্যে একটা ওয়েব সিরিজেও কাজ সেরে ফেলেছেন শ্বেতা।