গতবছর একের পর এক শারীরিক বাধা এসেছিল অভিনেতা রুবেল দাসের জীবনে। প্রথমে দুই গোড়ালি ভেঙেছিল রুবেলের, তারপর ডেঙ্গিতেও আক্রান্ত হয়েছিলেন। সবসময় প্রেমিকের পাশে পাশে ছিলেন শ্বেতা ভট্টাচার্য। নতুন বছরে সব সুস্থ।
ইনস্টাগ্রামে শাহরুখের ‘ছালিয়া’ গানে হুক স্টেপ করতে দেখা গেল এই জুটিকে। সকলেরই জানা, শ্বেতা রুবেল দুজনেই নাচেও বেজায় পারদর্শী। এই রিল দেখলেও সেকথা বুঝতে অসুবিধে হয় না। জুটিকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।
Mirza-Ankush Hazra: 'একটা হালকা ফুঁ-ই যথেষ্ট ঠান্ডা করার জন্য', কটাক্ষের জবাবে জানালেন 'মির্জা' অঙ্কুশ
পুজোর সময় রাত দিন এক করে রুবেলের সেবা করেছিলেন শ্বেতা। প্রেমিকার বেজায় প্রশংসাও করেছিলেন রুবেল। শ্বেতার ভালেবাসায় মুগ্ধ রুবেল লিখেছিলেন, 'মনে হল উমা সর্ব ক্ষণ আমার সঙ্গেই ছিল। তাই আমি এখন সুস্থ।'