ভাল আছেন তরুণ মজুমদার (Tarun Majumdar) । তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে । তবে বিপদ এখনও কাটেনি । সবসময় তাঁকে পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকরা । এদিকে, শনিবারই ৯২-এর পরিচালকের স্বাস্থ্য (Tarun Majumdar Health Update) নিয়ে ছড়ায় ভুয়ো খবর । খবর ছড়ায়, এদিন সকাল থেকেই তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে । যদিও সূত্রের খবর, ভেন্টিলেশনে নেই তরুণবাবু ।
হাসপাতাল সূত্রে খবর, ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিট’ অর্থাৎ ‘সিসিউ’(CCU)-তে রাখা হয়েছে তাঁকে । তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে । আজ, রবিবারই রাইলস টিউব খুলে দেওয়ার কথা ভাবছেন চিকিৎসকরা । বৃহস্পতিবার ও শুক্রবারের ডায়ালিসিসের পর ক্রিয়েটিনিনও কিছুটা কমেছে ।
আরও পড়ুন, Rupankar Bagchi Controversy:ফের বিতর্কে রূপঙ্কর, এবার হিন্দি গানের সুর নকলের অভিযোগ
প্রায় একসপ্তাহ ধরে এসএসকেএম হাসপাতালে ভর্তি তরুণ মজুমদার । চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর দুটো কিডনিতেই সমস্যা রয়েছে । বৃহস্পতিবার থেকেই ডায়ালিসিস চলছে তরুণ মজুমদারের । শুক্রবারও প্রায় চার ঘণ্টা ডায়ালিসিস করা হয় । কিডনির সমস্যা ছাড়াও সেপ্টিসেমিয়ায় আক্রান্ত তরুণবাবু । তারও চিকিৎসা চলছে ।