পর্যাপ্ত প্রেক্ষাগৃহ পায়নি তথাগত মুখোপাধ্যায়ের (Tathagata Mukherjee) 'ভটভটি' (Bhatbhati) । অন্যান্য টলিউড তারকাদের মতোই দেব তাঁর পাশে দাঁড়িয়েছেন । একদিন আগেই তথাগতর ছবির প্রচার করেছেন দেব (Dev) । কিন্তু, একটা সময় দেবের সিনেমা 'চাঁদের পাহাড়'-এর সমালোচনা করেছিলেন তথাগত । দেবের 'ভটভটি'-র প্রচারের পর থেকেই আবারও সেইসব প্রশ্ন তুলতে শুরু করেন দেবের অনুরাগীরা । এসবের মাঝেই দেবকে নিয়ে সমস্ত বিতর্কে দাড়ি টানলেন পরিচালক তথাগত (Tathegata-Dev Controversy) মুখোপাধ্যায় ।
তথাগত এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শুধু দেবের অনুরাগীরা নয়, তিনি শুনেছেন, দেবও নাকি 'চাঁদের পাহাড়' নিয়ে তাঁর সমালোচনায় দুঃখ পেয়েছেন । এই প্রসঙ্গে তথাগত পরিষ্কার জানিয়ে দিয়েছেন, দেবের প্রতি তাঁর কোনও ক্ষোভ নেই । তিনি দেবকে অভিনেতা হিসাবে, মানুষ হিসাবে পছন্দ করেন । তিনি এক দর্শকের দৃষ্টিকোণ থেকেই শুধু ছবিটা নিয়ে তাঁর মতামত জানিয়েছিলেন ।
আরও পড়ুন, Bhotbhoti: পর্যাপ্ত হল-শো কিছুই পায়নি 'ভটভটি',পরিচালক তথাগতের পাশে দেব-প্রসেনজিৎ-ঋতুপর্ণারা
তথাগত-র অভিযোগ, কিছু মানুষ পুরনো কথা টেনে এবং বিকৃত করে বিষয়টিকে উস্কে দিতে চাইছেন । তাঁর অনুরোধ, দেব ও তাঁকে নিয়ে যে কথা চলছে,তা বন্ধ হোক । উল্লেখ্য, 'ভটভটি' ছবির মুখ্য চরিত্রের জন্য তথাগতর প্রথম পছন্দ ছিল দেব । কিন্তু দেবের সময় হবে কি না, সেই নিয়ে দ্বিধা দ্বন্দ্বের পর তথাগত স্থির করেন, নতুন মুখ নিয়ে কাজ করবেন । কিন্তু পরবর্তী কালে তিনি দেবের সঙ্গে কাজ করতে চান বলে জানিয়েছেন ।