প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী দোলন রায়(Actress Dolon Roy)। এক বেসরকারী চ্যানেলের নতুন ধারাবাহিকের অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করছেন দোলন। বৃহস্পতিবার শুটিং থেকে ফিরেই হিট স্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী(Dolon Roy feeling unwell)। সঙ্গে সঙ্গে অভিনেত্রীকে ভর্তি করানো হয় হাসপাতালে। এখন কিছুটা হলেও ভাল আছেন তিনি।
শুক্রবার হাসপাতাল থেকে নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই অসুস্থতার কথা জানান অভিনেত্রী(Dolon Roy heath Condition)। তিনি জানান যে 'শ্যুটিং থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়ি। আশা করছি সবার শুভেচ্ছা খুব তাড়াতাড়ি কাজে ফিরব'। পাশাপাশি কয়েকটি ছবিও পোস্ট করা হয়েছে তাঁর অফিশিয়াল ফেসবুক প্রোফাইল থেকে। সেখানে দেখা যাচ্ছে হাসপাতালে পোশাকে বেডে শুয়ে আছেন অভিনেত্রী। হাতে স্য়ালাইনের চ্যানেল।
সম্প্রতি 'টুম্পা অটোওয়ালি' ধারাবাহিকের শুটিং করছেন তিনি। রিয়েল লাইফ স্টোরি থেকেই তৈরি এই ধারবাহিকের চিত্রনাট্য। রবীন্দ্র সরোবর(Rabindra Sarobar) থেকে তারাতলা রুটের অটোচালক(Auto Driver) তন্দ্রা সাঁধুখার জীবন নিয়ে তৈরি এই ধারাবাহিক। এই সিরিয়ালেরই শুট চলাকালীন অসুস্থ হয়ে পড়েন এই টেলি অভিনেত্রী। বৃহস্পতিবার প্রচন্ড রোদে অসুস্থ হয়ে পড়েন দোলন রায়(Dolon Roy)।