শহরের একটি পাঁচতারা হোটেলে খেতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি সিং। ‘আলতা ফড়িং’ ধারাবাহিকের অমৃতা ওই নামজাদা পাঁচতারা হোটেলের কেক-পেস্ট্রির ভক্ত ছিলেন। কিন্তু কেক কিনতে গিয়েই চোখ কপালে অভিনেত্রীর। তাঁর অভিযোগ, প্রতিটা কেক, পেস্ট্রির উপর ঘুরে বেড়াচ্ছে আরশোলা, পোকা মাকড়। অনেকেই সেখান থেকে খান, অনলাইনেও অর্ডার করেন। এই দৃশ্য ক্যামেরাবন্দি করে ফেসবুকে পোস্টও করেন মিষ্টি।
Shilpa Shetty-Richard Gere: ১৬ বছর আগের চুম্বন কাণ্ড থেকে অব্যাহতি, আদালতে স্বস্তি শিল্পার
এই পোস্টের পরেই টনক নড়ে হোটেল কর্তৃপক্ষের। বারংবার অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেন তারা। ক্ষমাও চান , অনুরোধ করেন পোস্ট মুছে দেওয়ার জন্য। কিন্তু নিজের জায়গায় অনড় অভিনেত্রী। তাঁর কথায় , এর বিচার মানুষ করবে।