লাল টুকটুকে চুড়িদার, হাত দিয়ে বেবি বাম্প আগলে অভিনেত্রী মিষ্টি সিং । নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবি পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল । তাহলে কি সত্যিই অন্তঃসত্ত্বা মিষ্টি ? প্রশ্ন উঠছে ভক্তদের মনে । অনেকে তো অভিনন্দনও জানিয়েছেন মিষ্টিকে । কিন্তু, আসল ব্যাপার কিন্তু অন্য ।
মিষ্টি মা তো হচ্ছেন, কিন্তু, তা রিল লাইফে । রিয়েল লাইফে নয় । 'বাংলা মিডিয়ম' ধারাবাহিকে এন্ট্রি নিচ্ছেন মিষ্টি । চরিত্রের নাম সুহানা । সিরিয়ালে সুহানাই আসলে অন্তঃসত্ত্বা । মিষ্টি হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছেন, চরিত্রটা নিয়ে খুব এক্সাইটেড তিনি । তবে, মায়ের চরিত্রে অভিনয়, এই প্রথম নয় । আগেও তিতলি ধারাবাহিকে অন্তঃসত্ত্বা হয়েছিলেন মিষ্টি ।
বিয়ের পর পর এমন চরিত্র, এমন লুকে মিষ্টি-কে দেখে, বাস্তবে অনেকেই এভাবে দেখতে চাইছেন তাঁকে । মিষ্টির কথায়, "বিয়ের পর একটু গ্যাপ নিয়েছিলাম, তারপর আবার কাজে ফেরা। তাও অন্তঃসত্ত্বার চরিত্রে, খুব রিলেটেবল ।"
ধারাবাহিকে এতদিন 'সুহানা'-র চরিত্রে দেখা গিয়েছিল সম্পূর্ণা লাহিড়িকে । কিন্তু, কোনও কারণে তিনি আর এই চরিত্রে অভিনয় করবেন না । তাঁর বদলে ধারাবাহিকে এন্ট্রি নিচ্ছেন মিষ্টি । এর আগে আলতা ফড়িং ধারাবাহিকে দেখা গিয়েছিল অভিনেত্রীকে ।