'খড়কুটো' (Tele Serial Khorkuto) ধারাবাহিকের শেষে গুনগুনের মৃত্যু অনুরাগীরা মেনে নিতে পারছে না । ধারাবাহিক এভাবে শেষ হোক, কেউ তা চায়নি । তবে মন খারাপ করবেন না, আপনাদের জন্য রয়েছে সুখবর । ধারাবাহিক কিন্তু এভাবে শেষ হবে না । গল্পে আসবে নতুন টুইস্ট (New Twist in Khorkuto) । মরেও মরবে না গুনগুন ।
বিষয়টা হল, ২৫ বছরের লিপ নেবে ‘খড়কুটো’। আর সেখানেই দেখা যাবে গুনগুন আর সৌজন্যর ছেলে, চাঁদ বড় হয়ে একজন বিখ্যাত অঙ্কলজিস্ট হয়েছেন । তাঁর সঙ্গে হঠাৎই দেখা হবে গুনগুনের সঙ্গে । না, সৌজন্যের গুনগুন নয়, এ নতুন গুনগুন । তবে,তাঁদের নাম এক, দেখতেও এমনকি স্বভাবেও একইরকম । ঠিক আগের গুনগুনের মতোই এই গুনগুন সৌজন্যর ছেলে চাঁদকে নাম দেবে ‘ক্রেজি’। সেই পুরনো সৌজন্য-গুনগুনের জুটিকে ফিরে পাবে দর্শক চাঁদ ও গুনগুনের মধ্যে দিয়ে । আর এভাবেই সবার মধ্যে ফিরে আসবে গুনগুন । কান্না-দুঃখ দিয়ে নয়, হাসি, ঠাট্টা আর অনেকটা আশা নিয়েই শেষ হবে 'খড়কুটো'। ২৫ বছরের এই লিপ দেখে অনেকে এটাও আশা করছেন যে, হয়তো খুব তাড়াতাড়ি নতুন প্রজন্মের নতুন সম্পর্ক নিয়ে ফিরবে ‘খড়কুটো ২’।
আরও পড়ুন, Bengali Movie Projapoti : 'প্রজাপতি'-র শুটিং শেষ, মুক্তির অপেক্ষায় দেব-মিঠুনের সিনেমা
২০২০ সালের ১৭ অগাস্ট থেকে স্টার জলসায় শুরু হয়েছিল ‘খড়কুটো’ (Khorkuto)। প্রথম এপিসোড থেকেই নজর কেড়েছিল এই ধারাবাহিক । টিআরপির তালিকাতেও বেশ কয়েকবার শীর্ষে ছিল গুনগুন ও বাবিনের 'খড়কুটো'। তবে,গত বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপির লড়াই থেকে বেশ খানিকটা পিছিয়ে পড়ে এই ধারাবাহিক ।