নিম ফুলের মধু ধারাবাহিকে দিন কয়েক আগেই মা হয়েছে পর্না। এর মধ্যেই ছ'বছর এগিয়ে গেল পর্ণা-সৃজনের জীবন। 'নিম ফুলের মধু' ধারাবাহিকের প্রোমোতে নতুন ঝড়ের আভাস আগেই পাওয়া গিয়েছিল। এবার সামনে এল ১৮ এপ্রিলএর মহাপর্বের টুইস্ট।
যেখানে দেখা যাচ্ছে, পর্ণা-সৃজনের মেয়ে আরাধ্যার বয়স এখন ছয়। ছন্দেই এগোচ্ছে তাঁদের জীবন। কিন্তু সব ঠিক থাকলেও কৃষ্ণা এখনও পর্ণার মেয়েকে সহ্য করতে পারে না। সে এখনও পর্ণাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায়। এর মধ্যেই পর্ণা-সৃজনের উপর প্রাণঘাতী হামলা করে ইশার গুন্ডারা।
আরও পড়ুন - ক্যালেন্ডারে '১৮', নতুন ঝড় উঠতে চলেছে দত্ত বাড়িতে, প্রকাশ্যে প্রোমো
অন্যদিকে, পর্ণা-সৃজনকে বাঁচাতে এগিয়ে আসে সুইটি পাল। গুন্ডাদের হাত থেকে বাঁচালেও সৃজনকে মিথ্যা বিয়েতে ফাঁসানোর পরিকল্পনা করে সুইটি। পর্ণা কী পারবে সুইটির চক্রান্ত ধরতে? এই উত্তর পাওয়া যাবে বেঙ্গল টপার নিম ফুলের মধুর মহাপর্বে।