নিম ফুলের মধু’ ধারাবাহিকের মৌমিতা ওরফে অভিনেত্রী মানসী সেনগুপ্তের মুখের সঙ্গে অদ্ভুত মিল রয়েছে ‘জয় জগন্নাথ’ ধারাবাহিকের সুভদ্রার মুখের। এমনকি দুজনকে পাশাপাশি দাঁড় করলে চেনার উপায় নেই কে মানসী আর সুভদ্রা। তাহলে এই অদ্ভুত মিলের কারণ কি? জানেন?
আসলে মানসীর তিন বোন। এই অদ্ভুত মিলের একটাই কারণ, তা হল রক্তের সম্পর্ক রয়েছে রাইমা এবং মানসীর। দুজনে যমজ বোন। সম্প্রতি দিদি নং ওয়ানের মঞ্চে এসে এই কথা খোলাসা করেন দুই নায়িকা।
তাঁরা জানান, দুজনের মধ্যে যেমন ঝগড়াঝাঁটি ও আছে তেমনই বন্ধুত্বও রয়েছে। রাইমার আগে থেকেই ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় মানসী। ‘পিলু’, ‘কী করে তোকে বলব’ র মতো ধারাবাহিকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে মানসীকে। দিদিকেই পথপ্রদর্শক মানেন রাইমাও।