২০১৯ সালে হই হই করে চলেছিল ছবি। আগেই খবর মিলেছিল, আসছে 'আবার বিবাহ অভিযান'। আর খুশির ইদ আর অক্ষয়তৃতীয়ার শুভ দিনেই এবার মুক্তি পেল 'আবার বিবাহ অভিযান'-এর ট্রেলার, ছবির শুভমুক্তি জামাইষষ্ঠীতে। গণশা-মালতি, রজত-মায়া, অনুপম-রাই বাদেও এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা মিলবে মন্টু পাইলট খ্যাত সৌরভ দাসের। এবার আরও নতুন চমক। তিন জুটির সাজেও নতুনত্ব।
Porimoni-Eid: রাজ্যের প্রথম ইদ, খুদেকে নিয়েই খুশির উৎসব কাটাবেন পরী, ছেলের জন্য কী কী কিনলেন?
রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, অঙ্কুশ হাজরা, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার, বাংলাদেশের নুসরত ফারিয়া অভিনীত 'বিবাহ অভিযান' মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। রোমান্স কমেডি এই ছবি মন কেড়েছিল দর্শকদের। এবারেও ছবির চিত্রনাট্য লিখেছেন রুদ্রনীল ঘোষ। প্রথমটির মতো এই ছবিতেও থাকবে ভরপুর কমেডি। কলকাতার পাশাপাশি এই ছবির শ্যুটিং হয়েছে থাইল্যান্ডেও। পরিচালক হিসেবে এটিই প্রথম ছবি সৌমিক হালদারের। এর আগে একাধিক ছবি DOP ছিলেন সৌমিক।