রাত পোহালেই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সলমন খানের (Salman Khan) বহু প্রতীক্ষিত ছবি টাইগার-৩ (Tiger-3)। ইতিমধ্যেই দেশ জুড়ে অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে। কিন্তু এর মধ্যেই বিপত্তি। ভাইজানের বহু প্রতীক্ষিত এই ছবি নিয়ে শুরু হল বিতর্ক। সলমন খান-ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবি নিষিদ্ধ করা হল মধ্যপ্রাচ্যের তিন দেশে।
ওমান, কাতার, কুয়েত। মধ্যপ্রাচ্যের এই তিনটি দেশে নিষিদ্ধ করা হয়েছে টাইগার-৩। কিন্তু কেন নিষিদ্ধ করা হল এই ছবি? একটি নয়। মোট দুটি কারণে এই ছবি নিষিদ্ধ করা হয়েছে।
প্রথমত, এই তিন দেশই ইসলাম ধর্মালম্বী। সেই কারণে ওই দেশে এই ছবি ধর্মীয় ভাবাবেগে আঘাত হওয়ার প্রশ্ন রয়েছে। এ ছাড়াও, ক্যাটরিনা কাইফের তোয়ালে নিয়ে অ্যাকশনের যে দৃশ্য রয়েছে এই ছবিতে সেই দৃশ্য নিয়েও এই তিন দেশেও আপত্তি তোলা হয়েছে। সেই কারণেই সেখানে মুক্তি পাবে না টাইগার-৩।
আরও পড়ুন - বলিউডে নতুন প্রজন্মের অভিষেক! প্রকাশ্যে খুশি-সুহানাদের 'দ্য আর্চিসের' ট্রেলার