ইন্সটাগ্রামে(Instagram) ছবি পোস্ট করে এবার নেটিজেনদের তীব্র কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান(TMC MP Nusrat Jahan)। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন নুসরত। ছবির ক্যাপশনে লেখেন, “সামার ভাইবস।” একটি সাদা ও নীল রংয়ের টাই অ্যান্ড ডাই প্যান্ট এবং স্রাগ পরতে দেখা গিয়েছে তাঁকে। দেখা গিয়েছে কমলা রংয়ের অন্তর্বাসও। এরপরেই ছবির কমেন্টে ধেয়ে আসে কটাক্ষের বাণ। একজন নির্বাচিত জনপ্রতিনিধির এ ধরনের পোশাক পরা উচিত নয় বলে নীতিশিক্ষা দিয়েছেন নেটিজেনদের একাংশ।
কেউ কেউ নুসরতকে এই পোশাক নিয়ে কথা বলতে গিয়ে ধর্মের খোঁচাও দিয়েছেন। নেটিজেনদের একাংশ মনে করছেন, মুসলিম নারী(Muslim Woman) হিসাবে এই ধরনের পোশাক পরা যেন ধর্মবিরোধী কাজের শামিল। আবার কেউ কেউ নুসরতের শারীরিক গঠন নিয়ে নানা কুমন্তব্য করেছেন।
এর আগে গত মঙ্গলবার ইদের(Eid 2022) শুভেচ্ছা জানাতে গিয়েও কটাক্ষের শিকার হন নুসরত জাহান(Nusrat Jahan)। সাদা রংয়ের ওড়না গায়ে নুসরত ভিডিও বার্তা শেয়ার করেন। তাতেও নেটিজেনরা খোঁচা দেন তাঁকে। ধর্ম নিয়ে নেটিজেনদের খোঁচাও সহ্য করতে হয়েছে তাঁকে। অবশ্য এমন বিদ্রুপ, কটাক্ষ নিয়ে খুব একটা মাথা ঘামান না নুসরত(Nusrat Jahan)। নিজের শর্তে বাঁচতে পছন্দ করেন অভিনেত্রী-সাংসদ(TMC MP Nusrat)।