আর কিছুক্ষণের অপেক্ষা। বৃহস্পতিবার অর্থাৎ আজই পাত্র সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন টলি অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen Marriage)। । প্রায় দু'বছর সম্পর্কে থাকার পর অবশেষে চার হাত এক হতে চলেছে আজ। রীতি মেনে আয়োজন করা হয়েছে গায়ে হলুদ পর্বেরও। তবে, চিরাচরিত ছক ভেঙে মহিলা পুরোহিতের হাতে বিয়ে সারতে চলেছেন সন্দীপ্তা-সৌম্য।
জানা গিয়েছে, এই জুটির বিয়ে দেবেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। বিয়েতে ফুশিয়া পিঙ্ক বেনারসি শাড়ি পরে সাবেকি সাজে ধরা দেবেন অভিনেত্রী সন্দীপ্তা। আর তাঁর সঙ্গে সামঞ্জস্য রেখে প্যাস্টেল পিঙ্ক শেরওয়ানি আর ধুতি পরবেন অভিনেত্রীর বর সৌম্য। তবে, তিলোত্তমার ঠিক কোথায় বসবে বিয়ের আসর তা এখনও সকলের অজানা।
আরও পড়ুন - টেবিল ভরা খাবার, আইবুড়োভাতে মিষ্টি সাজলেন সন্দীপ্তা, পরলেন ঘোমটাও
ভেন্যু যেখানেই হোক। ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে সন্দীপ্তা-সৌম্যর বিয়ের মেনু। দু'জনের পছন্দ অনুযায়ী জিভে জল আনা সব বাঙালি খাবারের আয়োজন করা হয়েছে। পোলাও, চিংড়ির মালাইকারি, পাঁঠার মাংসের পাশাপাশি কিছু ফিউশন খাবারের আয়োজন করা হয়েছে বলেই জানা গিয়েছে।