বাংলা CID সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা অতীশ ভট্টাচার্যের (Atish Bhattacharya) বিরুদ্ধে শ্লীলতাহানি মারধরের অভিযোগ উঠতি মডেলের। তাঁর অভিযোগের ভিত্তিতেই অতীশকে নেতাজীনগরের বাড়ি মঙ্গলবার গ্রেফতার করে হরিদেবপুর থানার পুলিশ। অতীশ ওই মহিলার সঙ্গে লিভ ইন করতেন বলেও জানা যাচ্ছে। তবে অতীশের গ্রেফতারির পুলিশি নথিতে ঠিকানার জায়গায় গায়ক ‘কবীর সুমন হাউস’ নাম রয়েছে। তবে গায়কের দাবি, ওই ঠিকানা তাঁর নয়।
Pathaan Boxoffice: ৬ দিনেই পাঠান ঘরে তুলেছে ৬০০ কোটি , বিশ্ববাজারে আর কোন কোন ছবি ভারতীয় ছবি এগিয়ে?
গত ৬ মাসের বেশি সময় ধরে অতীশের সঙ্গে ওই মডেল লিভ ইন সম্পর্কে রয়েছেন৷ অভিযোগ, লাগাতার তাঁর উপর নির্যাতন চালিয়ে যাচ্ছেন ওই অভিনেতা৷ ২৯ জানুয়ারি নির্যাতিতা মডেলকে জোর করে আটকে রাখা হয় বলে অভিযোগ, করা হয় মারধরও। ঘটনার পর অভিযোগকারিনীকে নিয়ে যাওয়া হয় এম আর বাঙুর হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।