সন্তানের সাফল্যে সব বাবা-মায়েরাই খুশি হন। আজ এমনই এক খুশির দিন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty বাবা-মায়ের। অভিনেত্রী হিসেবে মিমি সফল হয়েছেন আগেই। কিন্তু আজ আরও একটি বিশেষ দিন। কারণ বুধবার মেয়ের সঙ্গে সংসদে বসে বাজেট শুনেছেন মিমি চক্রবর্তীর বাবা-মা। তাই এই দিনটা অত্যন্ত আনন্দের। সে কথা অনুরাগীদের নিজেই জানিয়েছেন মিমি।
২০২৩-২৪ বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটের কারণে সব সাংসদদের মতোই দিল্লির সংসদ ভবনে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। ২০২৩–২৪ অর্থবর্ষের বাজেট অধিবেশন শুনতে এবার মিমি নিজের সঙ্গে নিয়ে গিয়েছিলেন বাবা–মা'কে।
সংসদে বসে বাজেট শোনার পর বাবা মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, 'আমার বাবার কথায় এই দিনটা হল তাঁর জীবনের দ্বিতীয় সেরা দিন। আমি যেদিন জন্মেছিলাম সেটি বাবার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।'
আরও পড়ুন- পাল্টে গিয়েছে জীবন, পরিবার না কাজ কোনটা গুরুত্বপূর্ণ? অকপট আলিয়া
আগেও নিজের মা’কে নিয়ে সংসদে গিয়েছেন তৃণমূলের যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। তবে, সংসদে বসে বাজেট শোনা বাবা–মাকে নিয়ে এই প্রথম।