মঙ্গলবার শুটিংয়ের জন্য আহমেদাবাদ (Ahmedabad) যাচ্ছিলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) । ভোরের দিকে ফ্লাইট (Flight) ছিল । কিন্তু, বিমানবন্দরে পৌঁছতে একটু দেরি করে ফেলেন অভিনেত্রী । তার জন্য বিমানেই উঠতে দেওয়া হল না তাঁকে । অভিনেত্রীর অভিযোগ, বারবার অনুরোধ করা সত্ত্বেও আহমেদাবাদ যেতে পারলেন না ।
আসলে কী ঘটেছে ঋতুপর্ণার সঙ্গে ? প্রথমসারির এক বাংলা সংবাদমাধ্যমকে ঋতুপর্ণা জানিয়েছেন, আহমেদাবাদ যাওয়ার জন্য বিমানে বোর্ডিংয়ের সময় ছিল ভোর ৪টে ৫৫ মিনিট । ঋতুপর্ণা পৌঁছন ৫টা ১০ বা ৫টা ১২ মিনিট নাগাদ । তখন অভিনেত্রীকে জানানো হয় যে, বোর্ডিংয়ের সময় অনেকক্ষণ পেরিয়ে গিয়েছে । বিমান সংস্থা জানায়, ঋতুপর্ণাকে অনেকবার ফোন করা হয়, কিন্তু তিনি ফোন তোলেননি । তাঁর নামও ঘোষণা করা হয় । এদিকে, ঋতুপর্ণার অভিযোগ, তাঁর কাছে কোনও ফোনই আসেনি । তিনি বারবার বিমানকর্মীদের তাঁকে বিমানে উঠতে দেওয়ার জন্য অনুরোধ জানান । তাঁর সমস্যার কথা খুলে বলেন । কিন্তু, তারপরেও তাঁর কোনও কথা শোনা হয়নি বলে অভিযোগ । বিমানে না উঠতে পেরে কেঁদেও ফেলেন অভিনেত্রী । সোশ্যাল মিডিয়াতেও এই অভিযোগ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ।
আরও পড়ুন, Utpal Dutt : রাজনীতির আদর্শ ও থিয়েটারকে একসূত্রে বেঁধেছিলেন উৎপল দত্ত, জন্মদিনে রইল সশ্রদ্ধ প্রণাম
অভিনেত্রী জানিয়েছেন, আগে অনেকবার বিমানে যাতায়াত করেছি । কিন্তু, কোনও দিন এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি । চোখের সামনে বিমান দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, কিন্তু উঠতে পাচ্ছি না । অভিনেত্রীর কথায়, এই ধরনের ঘটনা তিনি কখনও আশা করেননি । ।