এবার হেনস্থার শিকার হলেন টলিউড তথা ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র(Rupanjana Mitra Harassed)। তাঁর অভিযোগ, সম্প্রতি এক বাঙালি ব্যবসায়ীর সঙ্গে সময় কাটানোর কুপ্রস্তাব পান তিনি। এমনকি হোয়াটসঅ্যাপ করে জানতে চাওয়া হয় তাঁর ‘রেট চার্ট’। মৃণ্ময় নামক জনৈক এক ব্যক্তির বিরুদ্ধে এবার সমাজমাধ্যমে সোচ্চার হলেন এই অভিনেত্রী(Tollywood Industry)।
তবে এই অবস্থার জন্য তিনি দুষেছেন টলিউডকে। শুধু তিনিই নন, ইন্ডাস্ট্রির আরও কিছু পরিচিত মুখকেও এইধরনের মেসেজ পাঠিয়ে হেনস্থা করা হয় বলেও জানান অভিনেত্রী। রূপাঞ্জনার(Actress Rupanjana Mitra News) দাবি, তাঁর ব্যক্তিগত নম্বরেই পাঠানো হয় মেসেজ। ঘটনার জেরে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন 'অসম্মানিত' রূপাঞ্জনা মিত্র।