এনগেজড। শনিবার থেকে অভিনেত্রী সন্দীপ্তা সেনের রিলেশনশিপ স্ট্যাটাস হল তিনি এনগেজড। ৭ই ডিসেম্বর হইচই এর CEO সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে চার হাত এক হবে সন্দীপ্তার। তার আগেই হয়ে গেল আংটি বদল অনুষ্ঠান। বলিউডি কায়দায় এঙ্গেজমেন্টে একেবারে ছিমছাম সাজলেন জুটিতে।
সন্দীপ্তা পরেছেন হালকা পিচ রঙা লেহেঙ্গা, খোলা চুল আলগা আলগা করে সাজানো ফুলে। হাতে কানে গলায় হীরের হালকা গয়না। সৌম্যও সেজেছেন মানানসই শেরওয়ানিতে। দুজনের আংটি বদলের ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। টলিউডের অনেক সেলেবরাই উপস্থিত ছিলেন সন্দীপ্তার এঙ্গেজমেন্টে।
Subhashree Ganguly : চেহারা নিয়ে কটাক্ষ, মা হওয়া নিয়ে ট্রোলিং, এবার নিন্দুকদের কড়া জবাব শুভশ্রীর
আলো ঝলমলে সময়ে হইচই করেই দিন কাটিয়েছেন সদ্য এনগেজড জুটি। সন্দীপ্তাকে নাচতেও দেখা গিয়েছে। এখন অপেক্ষা, ডি ডে-র।