সর্বক্ষণই যেন দর্শকদের আতস কাঁচের তলায় থাকেন অভিনেতা অভিনেত্রীরা। পান থেকে চুন খসলেই শুরু হয়ে যায় ট্রোলিং,গসিপ । তাঁদের ব্যক্তিগত জীবনেও কোনও পর্দা থাকার জো নেই। প্রবল কাজের চাপের পর এতসব সামলান কী করে? এবার সেই উত্তরই দিলেন অভিনেত্রী শোলাঙ্কি রায়।
এই মুহূর্তে ছোট পর্দা থেকে শুরু করে সিনেমা, ওটিটিতে দাপিয়ে কাজ করছেন শোলাঙ্কি। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও মাঝে উঠেছিল গুঞ্জন। স্বামীর সঙ্গে তাঁর সম্পর্ক কেমন তা নিয়েও কৌতুহলের শেষ নেই নেটবাসীদের৷ ইন্সটাগ্রাম স্টোরিতে এক অনুরাগী তাঁকে জিজ্ঞেস করেছিলেন , তিনি গসিপ বা সমালোচনা সামলান কী ভাবে? কোনও রাখঢাক না রেখে শোলাঙ্কির উত্তর 'আমি গসিপ উপভোগ করি'৷
অভিনয় জগতে পা বহুদিন, তবু শোলাঙ্কি পরিচিতি পান 'ইচ্ছেনদী' ধারাবাহিক থেকে। এরপর একাধিক ধারাবাহিক, ছবি, সিরিজে কাজ করেছেন পর্দার খড়ি।