দীপাবলিতে সেজে উঠেছে চারিধার। সেলেব থেকে সাধারণ মানুষ সকলেই মেতেছেন আলোর উৎসবে। টলিউডের সেলেবদের ইন্সটা হ্যান্ডেলেও ঝলমলে ছবির বন্যা বয়ে গিয়েছে।
ঋতাভরী চক্রবর্তী দিওয়ালিতে সাজলেন গোলাপি শাড়িতে। পঞ্চপ্রদীপ জ্বালিয়ে আলোর উদযাপনে মাতলেন তিনি। সকলে শুভেচ্ছা জানিয়ে শেয়ার করেছেন বেশ কিছু ছবিও।
অরেঞ্জ লেহেঙ্গায় ভারী জমকালো দেখিয়েছে পাওলিকেও। আলোর মতোই ঝলমলে করে ভারী গয়নায় সেজেছেন অভিনেত্রী৷ হাতে প্রদীপ জ্বেলে দিয়েছেন পোজ।
টলিপাড়ার আর দুই প্রথম সারির নায়িকা মিমি এবং শ্রাবন্তীও দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। ভারী হিরের গয়না, পাথরের লেহেঙ্গায় শ্রাবন্তী যেন ঝাড়বাতির থেকে কম কিছুই নয়৷ ছিমছাম সাজে বাড়িময় ১৪ দীপ জ্বালিয়ে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন মিমি।
CM Mamata Banejree: বাড়ির কালীপুজোর তত্ত্বাবধানে মমতা বন্দ্যোপাধ্যায়, আপ্যায়ন করবেন অতিথিদেরও
অর্পিতা চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়রাও জানিয়েছেন দীপাবলির শুভেচ্ছা।