এ যেন আক্ষরিক অর্থেই বাঙালির বিশ্বজয়। একজন নয়, এই জয় তিন জনের। আপনার পছন্দের সেরা ১০ ভারতীয় সিনেমা- সম্প্রতি এই শীর্ষক একটি জনমত নিয়েছিল ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকস। তাতে প্রথম ১০ প্রথম তিনটি ছবিতেই উঠে এসেছে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এবং মৃণাল সেনের নাম। তবে মৃণাল সেনের কোনও বাংলা ছবি নয়, এই তালিকায় তৃতীয় স্থানে আছে ভুবন সোম।
সেরার সেরা ১৯৫৫ সালে মুক্তি পাওয়া সত্যজিৎ রায়ের প্রথম ছবি পথের পাঁচালি। বিভূতিভূষণ বন্দ্য়োপাধ্যায়ের আম আটির ভেঁপু অবলম্বনে তৈরি এই সিনেমা ভারতীয় সিনেমাকে এক অন্য় উচ্চতায় নিয়ে গিয়েছিল। দ্বিতীয় স্থানে রয়েছে ঋত্বিক ঘটক পরিচালিত মেঘে ঢাকা তারা। ১৯৬০ সালে মুক্তি পাওয়া এই ছবি শক্তিপদ রাজগুরুর উপন্যাস অবলম্বনে তৈরি, এই মেয়ের জীবন সংগ্রামের কাহিনি। আর তৃতীয় স্থানে বাঙালি পরিচালক মৃণাল সেনের অন্য়তম সেরা হিন্দি ছবি ভুবন সোম। উৎপল দত্ত এবং সুহাসিনী মূলে অভিনীত এই ছবি এই এক বিজয়ের রূপকথা।
চার থেকে ১০ নম্বরের মধ্যেও আছেন সত্যজিৎ। তালিকার সাত নম্বরে আছে তাঁর পরিচালিত ছবি চারুলতা। যে ছবি মুক্তি পেয়েছিল ১৯৬৪ সালে। এছাড়াও রয়েছে আদুর গোপালকৃষ্ণণের মালয়ালাম ছবি ‘এলিপ্পাথায়াম’ গিরীশ কাসারাভাল্লির কন্নড় ছবি ‘ঘাটশ্রাদ্ধ’ এবং এমএস সথ্যুর ‘গরম হাওয়া’। আঞ্চলিক ছবির পাশাপাশি বলিউড থেকে জায়গা পেয়েছে তিনটি ছবি। সেগুলি হল শ্যাম বেনেগালের ‘অঙ্কুর’ ,গুরু দত্তের ‘পিয়াসা’ এবং রমেশ সিপ্পির ১৯৭৫-এর ছবি ‘শোলে’।