'ছিন্নমস্তার অভিশাপ'-এর পর এবার 'ভূস্বর্গ ভয়ঙ্কর' । ফেলুদাকে আবারও অ্যাকশন বলতে তৈরি সৃজিত মুখোপাধ্যায় । সঙ্গে জটায়ু আর তোপসে । নতুন সিরিজের ঘোষণা আগেই হয়েছে । এবার শুটিং শুরু করে দিলেন সৃজিত । ইতিমধ্যেই কাশ্মীরে পৌঁছে গিয়েছেন তিনি । আর জটায়ু-কে সফরসঙ্গী করে ভূস্বর্গের উদ্দেশে রওনা দিয়েছেন ফেলুদাও । সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন খোদ জটায়ু অর্থাৎ অনির্বাণ চক্রবর্তী ।
ফেলুদা-র চরিত্রে ফের দেখা যাবে টোটা রায়চৌধুরীকে । এদিন, ফেসবুকে টোটার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন অনির্বাণ চক্রবর্তী । দেখা গেল, ফ্লাইটে রয়েছেন তাঁরা । ক্যাপশনে লিখলেন, 'দিল্লি পৌঁছে গেছি আমরা। এখান থেকে এবার, ভূস্বর্গ ভয়ঙ্কর সুন্দর !'
এদিকে, সৃজিত আগেই কাশ্মীরে পৌঁছে গিয়েছেন । একদিন আগে সেখান থেকে ছবি পোস্ট করেছিলেন পরিচালক । উল্লেখ্য, সম্প্রতি, টেক্কা-র শুটিং শেষ করেছেন সৃজিত । তার দিন কয়েকের মধ্যে 'ভূস্বর্গ ভয়ংঙ্কর'-এর জন্যও শুটিং শুরু করে দিলেন সৃজিত ।
গত মাসেই সিরিজের ঘোষণা করেছিলেন টোটা রায়চৌধুরী । লিপইয়ারের সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় চিত্রনাট্যের ছবি আপলোড করে টোটা লিখেছিলেন, 'উত্তেজনা আর প্রশমন করা গেল না রে তোপসে। এই দিনটা চার বছরে একবার আসে আর এই মুহূর্তটা দেড় বছরে একবার। যখন কফির পেয়ালায় চুমুক দিয়ে চিত্রনাট্যের প্রথম পাতা ওল্টাই। চট করে সবুজ খাতাটা দিয়ে যা। একটু লেখাপড়া করতে হবে। আর লালমোহনবাবুকে ফোন করে বলে দে যেন মাফলার, মাঙ্কি ক্যাপ নিয়ে নেন। এবারেও কিন্তু পাহাড়ে।' হইচই-এ মুক্তি পাবে সিরিজটি ।