ফেলুদা সিরিজ নিয়ে ফিরেছেন সৃজিত মুখোপাধ্যায় । সম্প্রতি, তাঁর'দার্জিলিং জমজমাট'মুক্তি পেয়েছে । এবারও তাঁর সিরিজে 'ফেলুদা' হয়ে ফিরেছেন টোটা রায়চৌধুরী । কিন্তু, মুক্তি পাওয়ার পর থেকে সৃজিতের 'ফেলুদা' নিয়ে তৈরি হয়েছে বিতর্ক । কেউ 'দার্জিলিং জমজমাট'-এর প্রশংসার পঞ্চমুখ । আবার অনেকের ঘৃণার বাক্যবাণে বিদ্ধ হয়েছেন পরিচালক, অভিনেতারা । এবার এসব নিয়ে মুখ খুললেন টোটা রায়চৌধুরী ।
ফেসবুকে একটি দীর্ঘ বিবৃতিতে সব 'ঘৃণা'-র কড়া জবাব দিয়েছেন তিনি । প্রথমেই টোটা জানিয়েছেন, বাংলা OTT প্ল্যাটফর্মের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক দর্শক এই সিরিজটি দেখেছেন । যাঁরা প্রশংসা করেছেন, আর যাঁরা নিন্দা করেছেন, প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন তিনি । টোটার মতে, অবজেক্টিভ ও কনস্ট্রাক্টিভ ক্রিটিসিজম থেকে অনেক কিছু শিখেছেন তিনি । এবারও শিখেছেন । তবে এবারের অভিজ্ঞতাটা একটু আলাদা বলে জানিয়েছেন টোটা । কারণ, এবার এমন কিছু সমালোচনা শুনেছেন, যা টোটার মতে কোনওভাবেই গঠনমূলক নয় । বরং, উদ্দেশ্য ছিল যে কোনওভাবে পরিচালক ও অভিনেতাকে হেয় করা ।
টোটা জানিয়েছেন, অনেকের দাবি,'সৃজিত মুখোপাধ্যায়ের গত কয়েকটা কাজ নাকি পাতে দেওয়ার অযোগ্য । এই বিষয়ে টোটার স্পষ্ট জানিয়েছেন, নিজের পঁচিশ বছরের কেরিয়ারে সৃজিত মুখোপাধ্যায়ের মতো পরিশ্রমী, কাজের প্রতি সমর্পিত ও কাজপাগল পরিচালক খুবই কম দেখেছেন তিনি । সৃজিতের ছবিতে চান্স পাওয়ার জন্য এমন কথা লিখছেন না সেকথা জানিয়ে অভিনেতা লেখেন,“ইদানীং মুম্বইয়ে কিঞ্চিৎ কাজ করছি বলে এটা জোরের সঙ্গে বলতে পারি যে বাংলা থেকে সৃজিতই একমাত্র পরিচালক যাকে ওঁরা চেনেন এবং যার কাজের সম্বন্ধে ওনাদের সম্যক ধারণা আছে।"
এরপরই টোটা তাঁর বিরুদ্ধে সমস্ত ঘৃণ্য সমালোচনার কড়া জবাব দিয়েছেন । সৌমিত্র চট্টোপাধ্যায় ও সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে তাঁর তুলনা যেন কোনওভাবেই টানা না হয়, ফের সেই অনুরোধ করলেন তিনি । আগেও এই অনুরোধ করেছিলেন তিনি । কিন্তু, তারপরেও কিছু মানুষ বারবার তুলনা টেনেছেন । এর কারণও ব্যক্ত করেছেন টোটা । ব্যঙ্গ করে লিখেছেন, " মানুষকে ছোট করে যে অনাবিল আনন্দ আরোহন করা যায় এবং নিজের ক্ষুদ্রতা থেকে যে ক্ষণিকের মুক্তি পাওয়া যায় তা থেকে কিছু মানুষ কেন নিজেদের বঞ্চিত করবেন! তাই বারবার তুলনা টানা এবং ট্রোল করে পৈশাচিক আনন্দে লিপ্ত হওয়া। তা বেশ। এটাও তো একপ্রকার বিনোদন। " এত সমালোচনা নিন্দার মাঝেও টোটা খুশি । কারণ, তিনি জানিয়েছেন, ৮০ শতাংশ মানুষের সিরিজটি পছন্দ হয়েছে । সেজন্য তাঁদের ধন্যবাদ জানিয়েছেন তিনি । আগামীতে, তাঁদের কথা মাথায় রেখেই কাজ করার অঙ্গীকার করেছেন টোটা ।