মাত্র কয়েকদিনেই বন্ধ হচ্ছে তৃণার ধারাবাহিক ‘বালিঝড়’, টিআরপির দৌড়ে প্রথম থেকেই এঁটে উঠতে পারেনি ধারাবাহিকটি। ইতিমধ্যেই শেষ হয়েছে সিরিয়ালের শ্যুটিং। আর তারপরেই একঢাল ঘন লম্বা চুল কেটে ছোট করে ফেললেন পর্দার ‘ঝোরা’। সামনে পিছনে বেশ খানিকটা চুলই কেটে ফেলেছেন অভিনেত্রী।
Salman Khan: কেন মহিলাদের বুক ঢাকা জামা পরার নির্দেশ দেন? প্রশ্ন উঠতেই যুক্তি দিলেন সলমন খান
কেউ কেউ তো তৃণার নতুন লুকের বেজায় প্রশংসা করেছেন কেউ কেউ আবার যদিও বলেছেন অভিনেত্রীকে আগের লম্বা চুলেই মানাতো বেশি। তবে তৃণার নতুন লুক দেখে কোনও মন্তব্য করেননি তাঁর স্বামী নীল। যা বেশ চোখে লাগছে নেটিজেনদের।