সর্বক্ষণই যেন অনুরাগীদের আতস কাঁচের তলায় থাকেন অভিনেতা অভিনেত্রীরা৷ পান থেকে চুন খসলেই শুরু হয়ে যায় দেদার ট্রোলিং৷ এবার নেটিজেনদের রোষের মুখে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। সম্প্রতি একটি অন্য রকম ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন ইন্দুবালা অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রূপোলী জরিতে বোনা আকাশী শাড়িতে বাসনের দোকানে দাঁড়িয়ে তোলা কিছু ছবি এদিন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন শুভশ্রী। আর তা দেখা মাত্রই কুৎসিত আক্রমণের শিকার হন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ধেয়ে আসতে থাকে একের পর এক কটাক্ষ।
Soumitrisha Kundoo: জন্মদিনে 'বৃন্দাবনে' মিঠাই, শ্রী কৃষ্ণ রূপে ধরা দিলেন সৌমিতৃষা, কাটলেন কেকও
কেউ লেখেন, লেখেন, “দিদি দু’টো গামলা আর একটা বালতি লাগবে। আসব নাকি?” আবার কারও মন্তব্য, 'বাসনের দাম কেমন? বিক্রি ভালো হচ্ছে?'। যদিও নিন্দুকের কথায় কান দেওয়া অভ্যাসে নিয়ে রাজ ঘরনীর। নারীদিবসে মুক্তি পেতে চলেছে অভিনেত্রীর 'ইন্দুবালা ভাতের হোটেল', ট্রেলার দেখে তাঁর ইতিমধ্যেই অভিনয়ের প্রশংসা করেছেন সিনেপ্রেমীরা।