বৃহস্পতিবার মানেই দর্শকদের রায় ঘোষণার দিন। কিন্তু চলতি সপ্তাহে বৃহস্পতিবার নয়, একদিন দেরিতে প্রকাশিত হল টিআরপি তালিকা। বড়সড় কোনও বদল নেই। এই সপ্তাহেও বেঙ্গল টপার নিম ফুলের মধু। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৭।
মাত্র ০.১ নম্বর কম পেয়ে টিআরপি তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৬। একসময়ের বেঙ্গল টপার জগদ্ধাত্রী বেশ পিছিয়ে গিয়েছে। ৭.৫ নম্বর পেয়ে তালিকার তৃতীয় নম্বরে রয়েছে এই ধারাবাহিক।
আরও পড়ুন - ফসকে গিয়েছে কাজলের সঙ্গে অভিনয়ের সুযোগ, নতুন ছবির প্রস্তাব নিয়ে রুদ্রনীলের কাছে অজয়
দর্শকদের পছন্দে চতুর্থ স্থানে রয়েছে গীতা এলএলবি। প্রাপ্ত নম্বর ৭। শ্বেতার অভিনীত ধারাবাহিক 'কোন গোপনে মন ভেসেছে' রয়েছে তালিকার পঞ্চম স্থানে। এই ধারাবাহিক পেয়েছে ৬.৯ নম্বর।