একদিকে ভোট, অন্যদিকে আইপিএলের। ফলে টিভির রিমোট দখলের লড়াইয়ে বেশ খানিকটা কমেছে বাংলা ধারাবাহিকের টিআরপি। কে হল বেঙ্গল টপার? রইল ছোট পর্দার রিপোর্ট কার্ড।
পর্ণা-সৃজনের কোল আলো করে এসেছে ফুটফুটে কন্যা সন্তান। দর্শকদের মনে ধরেছে এই ধারাবাহিকের টুইস্ট। ফলে এই সপ্তাহের বেঙ্গল টপার নিম ফুলের মধু। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৯। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি প্রাপ্ত নম্বর ৭.৬।
আরও পড়ুন - মাত্র ২৭ বছর বয়সেই থেমে গেল লড়াই, প্রয়াত বাঙালি ইউটিউবার 'অ্যাংরি র্যান্টম্যান'
একসময়ের বেঙ্গল টপার জগদ্ধাত্রী রয়েছে তালিকার তৃতীয় স্থানে। প্রাপ্ত নম্বর ৭.৩। রিপোর্ট কার্ডে চতুর্থ হয়েছে কোন গোপনে মন ভেসেছে। প্রাপ্ত নম্বর ৬.৯। তালিকার সেরা চার জি বাংলার দখলে থাকলেও পঞ্চম স্থানটি দখল করেছে স্টার জলসার ধারাবাহিক গীতা এলএলবি। প্রাপ্ত নম্বর ৬.৮।