বৃহস্পতিবার মানেই বাংলা সিরিয়ালের দর্শকদের রায় ঘোষণার দিন। কারণ আজকের দিনেই জানা যায় দর্শকদের পছন্দ অপছন্দ। জানা যায় কোন ধারাবাহিক কত নম্বরে রয়েছে। দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা।
এই সপ্তাহে ৮.৮ নম্বর নিয়ে বেঙ্গল টপার হয়েছে জগদ্ধাত্রী। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পর্ণা-সৃজনের গল্প 'নিম ফুলের মধু'। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.২।
রোহিত ফুলকির কেমিস্ট্রি দর্শকদের মনে ধরলেও রোহিত ডিভোর্স চেয়েছে ফুলকির কাছে। গল্পে নতুন মোড় এলেও আপাতত দর্শকদের তৃতীয় পছন্দ ফুলকি। এই ধারাবাহিক পেয়েছে ৮.১ নম্বর। ৭.৯ নম্বর পেয়ে এই সপ্তাহে চতুর্থ হয়েছে গীতা এলএলবি।
আরও পড়ুন - নতুন রূপে মিতিন মাসি, প্রস্তুতি শুরু কোয়েল-অরিন্দমের
তালিকার পঞ্চমে রয়েছে কোন গোপনে মন ভেসেছে। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৬। ষষ্ঠ হয়েছে কার কাছে কই মনের কথা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭। সপ্তম হয়েছে অনুরাগের ছোঁয়া। প্রাপ্ত নম্বর ৬.৮।