অপেক্ষার অবসান। প্রকাশ হল এই সপ্তাহের দর্শকদের রায়। টিআরপি তালিকায় বড়সড় রদবদল। বৃহস্পতিবার দর্শকদের রায়ে প্রথম স্থান থেকে ছিটকে গেল জগদ্ধাত্রী। বরং চলতি সপ্তাহে জগদ্ধাত্রীর জায়গায় দর্শকরা বেশি পছন্দ করেছেন পর্ণা-সৃজনকে। ফলে এই সপ্তাহের বেঙ্গল টপার হয়েছে নিম ফুলের মধু।
বৃহস্পতিবারের তালিকা অনুযায়ী, এই সপ্তাহে ৮.৭ নম্বর পেয়ে প্রথম হয়েছে পর্ণা-সৃজনের 'নিম ফুলের মধু'। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন এত দিনের বেঙ্গল টপার জগদ্ধাত্রী। প্রাপ্ত নম্বর ৮.৬। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফুলকি। প্রাপ্ত নম্বর ৮.৩।
আরও পড়ুন - দাউ দাউ করে জ্বলছে জ্যাকলিনের বাড়ি, কেমন আছেন 'বড়লোকের বিটি'?
গত সপ্তাহের মতোই চলতি সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে গীতা LLB। একই সঙ্গে সামান্য নম্বর বেড়ে চতুর্থ হয়েছে কোন গোপনে মন ভেসেছে। দুই ধারাবাহিকেরই প্রাপ্ত নম্বর ৭.৮। এই সপ্তাহে দু'ধাপ এগিয়ে পঞ্চম স্থান দখল করেছে ধারাবাহিক কথা। প্রাপ্ত নম্বর ৭.২। ধারাবাহিক কার কাছে কই মনের কথা ৬.৮ নম্বর পেয়ে ষষ্ঠ হয়েছে। ৬.৫ পেয়ে সপ্তম অনুরাগের ছোঁয়া।