স্বাধীনতা দিবসের কারণে একদিন পর সামনে এল বাংলা সিরিয়ালের সাপ্তাহিক ফলাফল। আর রেজাল্ট সামনে আসতেই চোখ রীতিমতো ছানাবড়া সকলের। কারণ গত সপ্তাহের রেজাল্টের সঙ্গে চলতি সপ্তাহের রেজাল্টের কোনও মিল নেই। গত সপ্তাহের স্টার জলসার টপাদের টক্কর দিয়ে প্রথম তিনে জায়গা করে নিয়েছে জি বাংলার ধারাবাহিক।
নয়া রিপোর্ট কার্ড অনুযায়ী, এই সপ্তাহের বেঙ্গল টপার সৃজন-পর্ণার 'নিম ফুলের মধু'। বর্ষার সঙ্গে ঘটে যাওয়া নক্কার জনক ঘটনাকে ঘিরে যে টানটান গল্প সম্প্রচারিত হয়েছে তা দর্শকদের মন জিতছে বলার অপেক্ষা রাখে না। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.২।
চলতি সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার আরও এক জনপ্রিয় ধারাবাহিক 'কোন গোপনে মন ভেসেছে'। গত সপ্তাহে পাঁচ নম্বরে থাকা শ্যামলী-অনিকেত পাঁচ নম্বর থেকে উঠে জায়গা করে নিয়েছে দ্বিতীয় স্থানে। প্রাপ্ত নম্বর ৭.১।
তৃতীয় স্থানে রয়েছে আরও এক জি কন্যে 'ফুলকি'। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭। আর চতুর্থ স্থানে রয়েছে গত সপ্তাহের বেঙ্গল টপার গীতা এলএলবি। এই ধারাবাহিক পেয়েছে ৬.৯ নম্বর।
৬.৮ নম্বর পেয়ে যৌথ ভাবে পঞ্চম স্থানে রয়েছে এক সময়ের বেঙ্গল টপার জগদ্ধাত্রী আর কথা। আর ষষ্ঠ স্থানে রয়েছে উড়ান। এই ধারাবাহিক পেয়েছে ৬.৩ নম্বর।