জুন আন্টি এখন বিদেশিনী । কলকাতা ছেড়ে পাড়ি দিয়েছেন বিদেশে । বিদেশের রাস্তায় চুটিয়ে মজা করছেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty) । এই প্রথম যোলো ট্রিপে গিয়েছেন অভিনেত্রী । তাই আনন্দও দ্বিগুণ । সেই ছবি ধরা পড়ল তাঁর ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে ।
শীতের দেশ । তাই, ঊষসীর পরনে বাহারি ওভার কোট,টুপি । কখনও সুইডেন, বেলজিয়াম, নেদারল্যান্ডসের রাস্তায় পোজ দিতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে । কখনও আবার কোনও ক্যাফেতে কফির মজা নিচ্ছেন । ষোলো ট্রিপ হলেও মাঝে মাঝে বিদেশের নতুন মানুষ, নতুন সংস্কৃতিকে চিনে নিচ্ছেন । চলছে আড্ডা । আর ঘুরতে গিয়ে ডায়েট তো একেবারেই হচ্ছে না । কখনও অভিনেত্রীকে বিয়ারের গ্লাস হাতে , কখনও আবার ওয়াফলের মজা নিচ্ছেন জুন আন্টি ।
আরও পড়ুন, Susmita De : 'বৌমা একঘর'-এর টিয়া ফিরছে নতুন ধারাবাহিকে, রাজদীপ গুপ্তর সঙ্গে জুটি বাঁধছেন সুস্মিতা
ঊষসী এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ডায়েট সব ঘেঁটে গিয়েছে । যা যা ইচ্ছে হচ্ছে তাই খাচ্ছেন । তিনি জানিয়েছেন,ইউরোপে গিয়ে নাকি বেশ কয়েকজন অভিনেতাদের সঙ্গে আলাপ হয়েছে তাঁর । অভিনয় নিয়ে আলোচনাও হয়েছে । ১৭ অক্টোবর ষোলো ট্রিপ সেরে ফিরবেন ঊষসী ।