আজ আপামোর বাঙালির মন খারাপের দিন । এই দিনেই 'উত্তম'-হারা হয়েছিল বাংলা, বাংলা সিনেমার জগত । সালটা ছিল ১৯৮০ । তারপর কেটে গিয়েছে ৪০ বছরের বেশি । বাংলা ইন্ডাস্ট্রিতে বহু অভিনেতা এসেছেন, কিন্তু উত্তম কুমারের (Uttam Kumar) জায়গা কেউ নিতে পারেননি । বরং, এত বছর পরেও উত্তম ম্যাজিক হারায়নি । তাই তো তিনি 'মহানায়ক'। আজ তাঁর ৪২ তম প্রয়াণদিবসে ((Uttam Kumar Death Anniversary) তাঁকে স্মরণ করছে গোটা বাংলা । টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।
মুখ্যমন্ত্রী লিখেছেন,'মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে আমার শ্রদ্ধার্ঘ্য। দেশের অন্যতম জনপ্রিয় ম্যাটিনি আইডল ছিলেন তিনি। আজও আমাদের হৃদয়ে রয়ে গিয়েছেন তিনি । 'মহানায়ককে শ্রদ্ধা জানিয়েছেন টলিউড তারকারাও । স্মরণ করছেন তাঁর ভক্তরা । আজ যেন প্রকৃতিরও মন খারাপ । অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে । যেন, উত্তম স্মরণে কাঁদছে প্রকৃতিও ।
আরও পড়ুন, Neeraj Chopra:বিশ্বচ্যাম্পিয়নশিপে জ্যাভলিনে রুপো পেলেন নীরজ, ভারতের ঝুলিতে দ্বিতীয় পদক
নায়ক থেকে মহানায়ক হওয়ার যাত্রাটা ততটা সহজ ছিল না তাঁর । কেরিয়ারের প্রথম ৭টি ছবি পর পর ফ্লপ হয়েছিল তাঁর । 'ফ্লপ মাস্টার' বলা হতো তাঁকে । কিন্তু, তাঁর যে মহানায়কের প্রতিভা ছিল । কোনওভাবেই আটকে রাখা তাঁকে সম্ভব ছিল না । বাংলা চলচ্চিত্র জগতে মোট ২১১ টি ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। শুধু অভিনয়, পরিচালনাও করেছেন তিনি । তাঁর কেরিয়ারের কয়েকটি হিট সিনেমার মধ্যে উল্লেখযোগ্য হল হারানো সুর, পথে হল দেরি, সপ্তপদী, চাওয়া পাওয়া ইত্যাদি । হিন্দি ছবিতেও অভিনয় করেছেন তিনি ।
১৯৮০ সালে ওগো বধু সুন্দরী চলচ্চিত্রের চিত্রগ্রহণের সময় উত্তম কুমারের স্ট্রোক হয় । পরে তাঁকে বেল ভিউ ক্লিনিকে ভর্তি করা হয়। ২৪ জুলাই ৫৩ বছর বয়সে তিনি মারা যান।